মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
Led03বন্দররাজনীতি

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হলেন আ.লীগ নেতা বশির খান

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা ও নাট্যভিনেতা বশির আহাম্মেদ খানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বন্দর থানার খানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বশির খান বন্দর থানার ৪৮৭/৩ বন্দর উইলসনরোড এলাকার মনির উদ্দিন খানের ছেলে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে বন্দর থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় (মামলা নং ১১(৯)২৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাটে বৈষম্য বিরোধী আন্দোলনে বিক্ষোভরত ছাত্রদের ওপর স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সঙ্গে যোগসাজসে বশির খান ও তার সহযোগীরা সন্ত্রাসী হামলা চালায়।

এই ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বশির খানের অবস্থান নিশ্চিত করে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, বন্দরে ‘অপরেশন ডেভিল হান্ট’ অভিযান চলমান রয়েছে এবং এই অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত বশির আহাম্মেদ খানকে আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email