বন্দরে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ট্রাক ও মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বন্দর থানার মদনগঞ্জ থেকে মদনপুর সড়কের বন্দর রেললাইন বাসস্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান মিনি কাভার্ডভ্যানের চালক ছিলেন। সে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাসিন্দা।
স্থানীরা জানান, আহত চালক হাসানকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে চালক হাসান মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনা কবলিত দুটি যান আটক করে।
বন্দর থানার এসআই ফারুক লাইভ নারায়ণগঞ্জকে জানান, মদনগঞ্জ থেকে মদনপুর সড়কে যাতায়াতের সময় উল্টোপথে আসছিল ট্রাকটি। এসময় একটি মিনি কাভার্ডভ্যানের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক চালক পালিয়ে যায়। দুর্ঘটনায় নিহত হাসানের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।