সোমবার, অক্টোবর ৬, ২০২৫
Led03রাজনীতি

বন্দরে টিপু-সাখাওয়াতের লিফলেট বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান। তিনি সাংগঠনিক দিক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া এই সভায় বক্তৃতার পর উপস্থিত নেতারা ২০ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এতে ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থেকে কর্মসূচিতে সমর্থন জানান।

২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির আহ্বায়ক শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ প্রমুখ।

RSS
Follow by Email