বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
Led05বন্দররাজনীতি

বন্দরে ছাত্রলীগ কর্মী অপু গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বিগত বছরের ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কর্মী অপু (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার রাতে বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ৩(৯)২৪ নম্বর মামলায় তাকে আদালতে পাঠানো হয়। অপু বন্দর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুশিয়ারা এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ১৮ জুলাই প্রায় ৫০ থেকে ৬০ জন আন্দোলনকারী বন্দর বাসস্ট্যান্ড থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। মিছিলটি শাহীমসজিদ এলাকায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু নেতা-কর্মীর সঙ্গে ছাত্রলীগ কর্মী অপু এবং যুবলীগের কিছু সন্ত্রাসী আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের বেধড়ক মারধর করা হয়।

এই হামলার ঘটনায় মওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ এখন পর্যন্ত অপুকেই একমাত্র গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

RSS
Follow by Email