শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led02বন্দর

বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘মানসিক ভারসাম্যহীন’

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। রবিবার বিকেল ৪টায় বন্দর থানার নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার হাজী নূর মোহাম্মদের বাড়ীর ৩য় তলার ভাড়াটিয়া ঘরে ওই ঘটনা ঘটে। সোমবার (৪ অক্টোবর) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

নিহত গৃহবধূর নাম মুক্তা আক্তার (৩৮)। সে বন্দর থানার নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ভাড়াটিয়া ও মনির হোসেন মিয়ার স্ত্রী। এদিকে, আত্মহত্যা খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের ভাই লিটন গনমাধ্যমকে জানায়, আমার বোন মুক্তা আক্তার দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে জীবন যাপন করে আসছে। রোববার বিকেলে আমার বোন ভাড়াটিয়া ঘরে সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। নিহত গৃহবধূর ভাই লিটন মিয়া বাদী হয়ে রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ যানা যাবে।

RSS
Follow by Email