রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
Led02জেলাজুড়েবন্দর

বন্দরে গণপিটুনিতে যুবক নিহত, সন্দেহভাজন আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম পল্টন, দড়ি সোনাকান্দা এলাকার মৃত সাইদুলের ছেলে সে।

বন্দর থানার পুলিশ উপ পরিদর্শক শাহ আলম লাইভ নারায়ণগঞ্জকে জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা জেনেছি, দড়ি সোনাকান্দা এলাকায় এক বসত ঘরে চুরি করার চেষ্টা করলে পাঁচ থেকে সাত জন মিলে পল্টন নামে যুবককে গণপিটুনি দেয়। এসময় ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। তবে ঠিক কি ঘটেছিল তা এখনও আমরা সঠিকভাবে বলতে পারছি না। যুবকের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা সন্দেহভাজন এক মহিলাকে আটক করেছি। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চলছে।

এব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক লাইভ নারায়ণগঞ্জকে জানান, দড়ি সোনাকান্দা থেকে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের বোন নুরুন্নাহার বাদী হয়ে মামলা দায়ের করবেন। এঘটনায় লিপি নামে সন্দেহভাজন এক মহিলাকে আটক করা হয়েছে।

RSS
Follow by Email