বন্দরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
লাইভ নারায়ণগঞ্জ: শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বন্দরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১ টায় মন্ত্রনালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিমের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়।
বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রহিমা আক্তার ইতি,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সোনাকান্দা নৌবাহিনী ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান,বন্দর গার্রলস স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া সিনিয়র সাংবাদিক এসএম শাহীন সহ বন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা মিসেস সামিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের ভালো পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমিক ও মানবিক মানুষ হওয়ার লক্ষ্য থাকতে হবে।আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। সে লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।