সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04বন্দর

বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোচালকের মর্মান্তিক মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় ইমরান (৩২) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত অটোচালক ইমরান সোনারগাঁ থানার কাঠালিয়া পাড়া এলাকার ফজলুর হক মিয়ার ছেলে।

মঙ্গলবার (২ জুলাই) বন্দর থানার মদনপুর টু ভূলতা এশিয়ান হাইওয়ের মহাসড়কের আন্দিরপাড়স্থ বাইতুন নূর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে। স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মদনপুর হইতে ভুলতাগামী অজ্ঞাত কাভার্ডভ্যান চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক দিয়ে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোচালক ইমরানের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চালক ঘটনার পরেই পালিয়ে গেছে।

RSS
Follow by Email