সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04জেলাজুড়েবন্দর

বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় নূর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের দাঁশেরগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে প্রাণ গ্রুপের একটি কাভার্ডভ্যান উচ্চ গতিতে যাওয়ার সময় দাঁশেরগাও এলাকায় নূর উদ্দিনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই সময় ভ্যানের চালক কভার্ডভ্যান ফেলে চলে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকেই ঘাতক চালক পলাতক রয়েছে। নিহত নূর উদ্দিন বন্দর উপজেলার শাঁসনেরবাগ এলাকার মৃত আবুল হাশেম মিয়ার ছেলে। এলাকাবাসীর মাধ্যমে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মেট্রো উ ১১-৩৬৬৬ নাম্বারের কাভার্ডভ্যানটি আটক করে।

এব্যাপারে বন্দর থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email