বন্দরে এইচএসসিতে ফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩৬.৫৬ শতাংশ
লাইভ নারায়ণগঞ্জ: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বন্দর উপজেলায় নেমে এসেছে ‘বিপর্যয়ের ছায়া’। এইচএসসি (সাধারণ) ধারায় এই উপজেলায় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৬.৫৬ শতাংশ। মোট ২,৬৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৯৮৩ জন। এই ধারা থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৯ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আছিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফলের এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে।
অবশ্য আলিম পরীক্ষায় পাসের হার ছিল ৫৪.৯৫ শতাংশ।