শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
জেলাজুড়েবন্দর

বন্দরে ইয়াবাসহ আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের একজন হলেন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত ইমান উদ্দিন মিয়ার ছেলে সজিব খান (৩৩)। অপরজন হলেন চিড়াই পাড়া এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে মামুন (৩২)।

সোমবার (২০ নভেম্বর) দুপুর সোয়া দুইটায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালার অভিলাষ সিনেমা হলের সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আলী ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং ১৯ (১১)২৩।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ বলে জানিয়েছে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মদনপুর, কেওঢালাসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার সক্ষম হয় পুলিশ।

RSS
Follow by Email