সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েবন্দরশিক্ষা

বন্দরে আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ

লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে পদত্যাগ করেছেন বন্দরের স্বনামধন্য বিদ্যাপীঠ সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলী।

শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ূম খানসহ শিক্ষক মন্ডলী,ম্যানেজিং কমিটির সদস্য, এলাকাবাসীসহ শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

তাৎক্ষনিকভাবে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার প্রধান শিক্ষকের পদচ্যুতের বিষয়টির জন্য দু’দিনের সময় চাওয়া হলেও শিক্ষার্থীরা তাতে আপত্তি প্রকাশ করেন। যে কারণে প্রধান শিক্ষক মাহমুদ আলী স্বেচ্ছায় পদত্যাগ ঘোষণা দিতে বাধ্য হন। প্রধান শিক্ষকের পদত্যাগের ঘোষণার পর পরই শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। সমঝোতা বৈঠকে অংশ নেন বিদ্যালয়ের দাতা সদস্য জিতু সিকদার,হীরা সিকদার,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর শাহেনশাহ আহমেদ,২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া,সাবেক কাউন্সিলর হান্নান সরকার,বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু,পিয়ার জাহান কমল,কবির হোসেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ নূর হোসেন,মোঃ সালাউদ্দিন,স্বেচ্ছাসেবক দল নেতা নাসিরউল্লাহ টিপু,জাহিদ আল আমিন প্রকাশ বুলবুল প্রমুখ।

RSS
Follow by Email