রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02বন্দর

বন্দরে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে অটোরিক্সার ধাক্কায় আয়েশা আক্তার ওরফে নয়ন তারা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ পাকা রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নয়ন তারা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল গ্রামের রাজু মিয়ার মেয়ে। সে লাঙ্গলবন্দ বাজার এলাকায় অবস্থিত ইকরা কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল ছুটি শেষে হেঁটে নানা বাড়িতে যাওয়ার পথে পিচকামতাল-বাজুরবাগ পাকা রাস্তায় পেছন দিকে দিয়ে দ্রুত গতিতে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এসময় শিশু শিক্ষার্থী ছিটকে রাস্তার পাশে বাউন্ডারি দেয়ালে লেগে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, দুর্ঘটনার সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শিশুর জানাযা শেষে দাফন করা হয়েছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ থানায় এখনও দেয় নি।

RSS
Follow by Email