মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led01জেলাজুড়েবন্দর

বন্দরের নির্বাচনে কোন হেরফের চলবে না: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক উপজেলা নির্বাচনে প্রশাসনিক পর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান। তিনি বলেন, আগামী ৮ মে যেহেতু জেলার মাত্র একটি উপজেলাতেই নির্বাচন, তাই সকল ফোর্স সেখানেই নিয়োজিত থাকবে৷ পুলিশ, ব়্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট থাকবে পুরো নির্বাচনী এলাকায়৷ নির্বাচনের দিন আমার চোখ বন্ধ থাকবে৷ যে যাই বলুক না কেন, আমি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবো৷ আর আমাদের সুষ্ঠু ইলেকশন করার যে মিশন তাতে আপনারা আমাদের সহযোগিতা করবেন৷ ৮ মে বন্দরে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, ব়্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে৷ প্রতিটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট থাকবেন এবং পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবেও থাকবে।

তিনি আরও বলেন, চারমাস আগে জাতীয় নির্বাচন হয়েছে৷ ওই নির্বাচন যেমন সুষ্ঠু হয়েছে তেমনি এখানেও (বন্দরে) করবো৷ তাই সাংবাদিক ও প্রার্থীদের সহযোগিতা চাই৷ কেউ এক পার্সেন্টও মনের মধ্যে ধারণা রাখবেন না যে, নির্বাচন কোনোভাবে ম্যানুপুলেট (হেরফের) হবে৷ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাদের এটা আমি বলে যাচ্ছি৷ যেহেতু একটা উপজেলা ইলেকশন, তাই আমাদের সকল ফোর্স এদিকেই থাকবে৷’

অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, জেলা পুলিশ একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করবে৷

সভায় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, প্রচারে গেলে ভোটাররা প্রশ্ন করেন, তারা কি ভোট দিতে যেতে পারবেন বা গেলেও ভোটটা দিতে পারবেন কিনা৷ ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়া আমাদের (প্রার্থীদের) দায়িত্ব৷ কিন্তু তারা যাতে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেটা দেখা আপনাদের (প্রশাসন) দায়িত্ব৷ আমি আশা করবো, ভোটাররা কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোট দিয়ে আবার সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারে৷ এটাই চাওয়া৷

সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম জুয়েল ভোটের দিন নির্বাচনী এলাকাগুলোতে অবস্থিত কারখানাগুলো বন্ধ রাখার দাবি জানান৷ মতবিনিময় সভায় এই দুই প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থী কোন প্রকার মন্তব্য করেন নি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমএ রশীদ, মাকসুদ হোসেন, মাহমুদুল হাসান শুভ, ভাইস চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানু, আলমগীর হোসেন, মোশাঈদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালিমা হোসেন ও মাহমুদা আক্তার৷

RSS
Follow by Email