শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led03রাজনীতি

বদিউজ্জামান হত্যা মামলায় মৎস্যজীবী লীগের নেতা জনি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জনিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে শহরের আমলাপাড়া এলাকা থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নজরুল ইসলাম। জনির বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও বদিউজ্জামান হত্যার অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জনিকে, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও বদিউজ্জামান হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে আমরা তাকে আদালতে প্রেরণ করেছি।

RSS
Follow by Email