বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
Led05রাজনীতি

বছর না ঘুরতেই জাতি হতাশ হল: আবদুল জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের আশা পূরণ হয়নি। তাঁর দাবি, “ফ্যাসিস্ট সরকার কর্তৃক লুটপাটকৃত ভঙ্গুর অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরিয়ে আনা হবে” এমন আশা থাকলেও বছর না ঘুরতেই জাতি হতাশ। তিনি মনে করেন, জাতির সামনে ফ্যাসিজমের প্রেতাত্মা যেন নতুন রূপে আত্মপ্রকাশ পেতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতি আশা করেছিল ফ্যাসিস্ট সরকার কর্তৃক লুটপাটকৃত ভঙ্গুর অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরিয়ে আনা হবে, দেশকে এক মজবুত ভিত্তির উপর দাঁড় করানো হবে। কিন্তু বছর না ঘুরতেই জাতি হতাশ হল। জাতির সামনে ফ্যাসিজমের প্রেতাত্মা যেন নতুন রূপে আত্মপ্রকাশ পেতে শুরু করেছে। একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মাধ্যমে যেন কোনো দল আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, ফ্যাসিজম কায়েম করতে না পারে সেজন্য আমরা পি আর পদ্ধতিতে নির্বাচন দাবি জানিয়ে আসছি। তাছাড়া নির্বাচনের পূর্বেই লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরীর দাবী জানাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাইনুদ্দিন আহমাদ।

RSS
Follow by Email