শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
Led05রাজনীতিসদর

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে না.গঞ্জ মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

লাইভ নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

বৃগস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে নগরীর ২নং রেল গেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হায়দার আলী পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, উপ-দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদার, মহানগর আওয়ামী লীগের সদস্য শামীম খান, পরিবেশ কর্মী সুজিত সরকার, আওয়ামী লীগ নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা প্রমুখ।

RSS
Follow by Email