রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led03জেলাজুড়েফতুল্লা

বক্তাবলীতে দুইপক্ষের মধ্যে ‘টেটাযুদ্ধ’, খানপুর হাসপাতালে ভর্তি ২ জন

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ মে) বক্তাবলীতে দুপুর ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটনা বেশ কয়েকজন আহত হন। এতে টেটাযুদ্ধসহ প্রতিপক্ষের দিকে তাক করে শর্ট গানের গুলি ছোড়া হয় বলে জানায় পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বক্তাবলীতে রহিম হাজী ও সামেদ আলীর পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকজন আহত হন। সংর্ঘষের সময় এলাকায় অস্থিরতা বিরাজ করে। পরবর্তীতে আহতদের মধ্যে কয়েক জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ২ জনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে (খানপুর হাসপাতালে) পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্তাবধায়ক মো. আবুল বাশার লাইভ নারায়ণগঞ্জকে জানান, বিকেল ৪টায় দুই টেটাবিদ্ধ অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। তাদের পায়ে টেটা বিদ্ধ ছিল। আহতরা হলেন, চম্পা (২০) ও বিল্লাস (২৪)। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এব্যাপারে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নূরে আযম  লাইভ নারায়ণগঞ্জকে বলেন, বক্তবলীতে ৩ টার দিকে দুই পক্ষের মধ্যে টেটাযুদ্ধ হয়েছে। এসময় প্রতিপক্ষের দিকে তাক করে শর্ট গানের গুলিও ছোড়া হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ লাইভ নারায়ণগঞ্জকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে এসে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নি। কে বা কারা সংঘর্ষে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

RSS
Follow by Email