বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
Led03অর্থনীতিরূপগঞ্জ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ‘প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস’র শ্রমিকদের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের তীব্র অসন্তোষ বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা-সিলেট মহাসড়কে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলসের বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় টায়ারে আগুন ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়কটিকে প্রায় দুই ঘণ্টা কার্যত জিম্মি করে রাখেন, যার ফলে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকায় অবস্থিত কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক এই অবরোধ সৃষ্টি করেন। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত চলা এই অবরোধে ঢাকা ও সিলেটগামী উভয় দিকের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, দীর্ঘ চার মাস ধরে মালিকপক্ষ শুধু সময়ক্ষেপণ করছে। দোকানপাটে বাকির টাকার জন্য চাপ, বাড়িওয়ালার ক্রমাগত ভাড়া দাবি—সব মিলিয়ে আমরা দিশেহারা। পরিবারের মুখে খাবার দিতে পারছি না। মালিকপক্ষ সকালে মাত্র ২০ দিনের বেতন দিতে চেয়েছিল, যা আমরা প্রত্যাখ্যান করেছি।

কারখানার ঠিকাদার মিন্টু মিয়া শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধের প্রস্তাব দিলেও শ্রমিকরা তা গ্রহণ করেননি বলে জানান। তিনি বলেন, দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

এদিকে, রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন, পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

তবে, শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন যে বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করা না হলে তাঁরা আবারও মহাসড়কে আন্দোলনে নামবেন।

RSS
Follow by Email