বই অতীত-ভবিষ্যতের সঙ্গে সাঁকো বেঁধে দেয়: ডিসি
লাইভ নারায়ণগঞ্জ: বইকে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন আখ্যা দিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “বই আপনাকে অতীত, বর্তমান, ভবিষ্যতের সব কালে নিয়ে যেতে পারে। যে দেশে আপনার কোনো দিন যাওয়ার সম্ভাবনা নেই, বইয়ের রথে চেপে আপনি অনায়াসে সে দেশে যেতে পারেন।”
রবিবার (১৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন লাইব্রেরির মাঝে বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জের ২০টি লাইব্রেরিকে ৫৯টি করে বিভিন্ন লেখকের বই বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জোর দিয়ে বলেন, “পুস্তক মূলত দূর ও কাছের মধ্যে, অতীত এবং ভবিষ্যতের সঙ্গে সাঁকো বেঁধে দেয়; সেই সাঁকোর সাহায্যে আমরা অবাধে জ্ঞানের জগতে প্রবেশ করতে পারি।” তিনি উল্লেখ করেন যে, বই পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন করা যায় এবং সেই জ্ঞান ব্যবহার করে জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, বই জ্ঞানার্জনের প্রধান মাধ্যম, যা শিক্ষার্থীদের নতুন কিছু শিখতে এবং তাদের জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করে। বই শিক্ষার্থীদের সঠিক পথে চলতে, তাদের মধ্যে মানবিক গুণাবলী তৈরি করতে এবং ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসক বিশ্বাস করেন, বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয় এবং বই একটি চমৎকার উপহার, যা সবসময় শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বইয়ের গুরুত্ব, বই পড়ার আনন্দ, জ্ঞানার্জনে বইয়ের ভূমিকা এবং শিক্ষার্থীদের জীবন গঠনে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও, তিনি বই বিতরণের মাধ্যমে পাঠকদের মধ্যে জ্ঞান বিতরণের আনন্দ এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার কথা তুলে ধরেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাশফুকুর রহমান, জেলা সুপার ফোরকান ওয়াহিদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রুমন রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, গ্রন্থাগারের পরিচালক দেবাশীষ ভট্টাচার্য্য, গণসংহতির সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা।