মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led04রাজনীতি

ফ্যাসিস্ট হাসিনা সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, হাসিনার সরকার গণতন্ত্রকে হরণ করতে চেয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল।

সোমবার (১১ নভেম্বর) বন্দরে এক সমাবেশে এই কথা বলেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপি’র উদ্যোগে বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালির পূর্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্দর থানা বিএনপি’র সভাপতি মো. শাহেন শাহ আহমেদ‘র সভাপতিত্বে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে টিপু বলেন, ৭ই নভেম্বর তারিখে সৈনিক ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ জিয়াউর রহমানকে কারামুক্ত করেন। তার হাতে বাংলাদেশ শাসনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। সেই ইতিহাস নতুন প্রজন্ম জানে না। নতুন প্রজন্মকে আমরা বলবো, সঠিক ইতিহাসকে জানুন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি জনগণকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন। আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস মানুষকে, নতুন প্রজন্মকে জানাতে চাই।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সকল ষড়যন্ত্রকে ধূলিসাত করেছেন। উনি যাতে বীরের বেশে বাংলাদেশে ফিরতে পারেন সেই কামনা করছি। দেশনেত্রী খালেদা জিয়া শারিরীক ভাবে অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন।

RSS
Follow by Email