ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে ১৭ বছর আন্দোলন করেছি: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল। দেশের মানুষ ও তাদের কল্যাণের জন্য বিএনপির রাজনীতি। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিজয় র্যালিতে এই মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
তিনি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, একইসঙ্গে উন্নয়নের যে কর্মসূচি, সেটিও আগামী দিনে বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় হাজারো নেতাকর্মী ও গাড়ির বহর নিয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকা প্রদক্ষিণ করেন। নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা এবং তারা নানা স্লোগানে র্যালিকে মুখরিত করে তোলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন শ্রদ্ধার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন, “আজকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যিনি আন্দোলন-সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করে আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আরও সালাম জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।” তিনি বলেন, তারেক রহমান স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বিদেশে থেকেও দলকে সফলভাবে পরিচালনা করেছেন এবং আন্দোলনের দিকনির্দেশনা দিয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং নির্যাতন ভোগ করেছেন। গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, জেল-জুলুম – সব ধরনের নির্যাতন সহ্য করে তারা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন।
তিনি বলেন, ১৭ বছরের এই আন্দোলনের ধারাবাহিকতায় এবং পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। শেখ হাসিনা তার সকল নেতাকর্মী ও পরিবার-পরিজন নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আজকে অনেকে এই আন্দোলন-সংগ্রামের কৃতিত্ব দাবি করতে চায়, কিন্তু দেশের মানুষ ও বিশ্ব জানে যে আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন।” তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, এবং আবারও ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে ১৭ বছর ধরে আন্দোলন করেছি। যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন-সংগ্রাম চলবে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই র্যালিতে আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম, এ, হালিম জুয়েল, সহ-সভাপতি জি, এম, সাদরিল, ডি, এইচ, বাবুল, রওশন আলী, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক খন্দাকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দাকার শিপন ও লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান রতন, বিএনপি নেতা সুমন মাহবুব, নাছির প্রধান, আশিক মাহমুদ সুমনসহ আরও অনেকে।