ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: মুফতি সিরাজী
লাইভ নারায়ণগঞ্জ: বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে এবং শিক্ষার মূল উদ্দেশ্যকে বাদ দিয়ে অপ্রয়োজনীয় বিষয়াবলী যোগ করেছে, যা দেশের জন্য কল্যাণকর নয়—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী।
তিনি বলেন, “আমাদের দেশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করে গেছে, শিক্ষার মূল উদ্দেশ্য কে বাদ দিয়ে অপ্রয়োজনীয় বিষয়াবলি শিক্ষা ব্যবস্থায় যোগ করে, যা এদেশের শিক্ষা ব্যবস্থার সাথে অপ্রয়োজনীয় ছিলো।”
মুফতি ইসমাঈল সিরাজী উদ্ভাবনমুখী শিক্ষার অভাব নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, “আমরা উন্নত বিশ্বে দেখি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তা হাতে কলমে প্র্যাকটিস করে নানান কিছু আবিষ্কার করেন, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী মাস্টার্স শেষ করেও বেকার থেকে যেতে হয়।”
তিনি আরও বলেন, উদ্ভাবনমূখী শিক্ষা ব্যবস্থা না থাকায় আমাদের দেশে বেকারের সংখ্যা বেড়েই চলেছে, যা একটি জাতির জন্য কল্যাণকর নয়।
উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি ছাত্রনেতা সাইদুল ইসলাম সিয়াম।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আমানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইন রানা ও ইসলামী ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান।