শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
Led04রাজনীতি

ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে মানুষ নামাজও পড়তে পারত না: মাওলানা মঈনুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: সমাজে সত্যিকারের শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার ওপর জোর দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের এনসিসি ২৪ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন এবং কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগটি বন্দরের চৌরাপাড়া থেকে শুরু হয়ে নোয়াদ্দা, কাইতাখালী, বক্তারকান্দী এবং নবীগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়। গণসংযোগ শেষে মাওলানা মঈনুদ্দিন আহমাদ জনগণের উদ্দেশে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনে মানুষ অতিষ্ঠ ছিল, এমনকি ঠিকমতো নামাজও পড়তে পারত না। এখন সময় এসেছে কোরআনের আইন বাস্তবায়ন করার।” তিনি বলেন, “আপনারা যদি শান্তি চান, তাহলে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা আল্লাহ এবং রাসূলের পথে চলবে, তাদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্রব্যবস্থা পরিচালনা করার অঙ্গীকার করেছে। এখনই সময় সঠিক মানুষকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করা।”

গণসংযোগে মাওলানা মঈনুদ্দিন আহমাদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, এবং বন্দর সাংগঠনিক উত্তর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, থানা নায়েবে আমীর রফিকুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবদুল্লাহ এবং ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়াসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

RSS
Follow by Email