সোমবার, নভেম্বর ৩, ২০২৫
রাজনীতি

ফ্যাসিস্ট শেখ হাসিনাও মদিনা সনদের বুলি আওড়িয়েছে: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা তাদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন করেছে। এ উপলক্ষে শনিবার বাদ মাগরিব ১নং রেল গেইটস্থ নগর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ নির্বাচনকালীন সময়ে বিভিন্ন মহলের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, “নির্বাচন এলেই বিভিন্ন মহল মুসল্লির বেশ ধরে জনগণের কাছে ভোট চায়। আমরা দেখেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনাও মদিনা সনদ বাস্তবায়নের বুলি আওরিয়ে সাধারণ জনগণকে ধোঁকা দিয়েছে।”

তিনি জনগণকে সতর্ক করে বলেন, “আমরা এরকম ধোঁকায় কেউ গা ভাসাবো না।” রাজনীতিতে আদর্শের গুরুত্ব তুলে ধরে তিনি একটি উপমা ব্যবহার করেন: “আম খেতে চাইলে আম গাছ লাগাতে হয়। মাদার গাছ (কাটাযুক্ত) লাগিয়ে আম আশা করা বোকামি বৈ নয়।”

মুফতি মাসুম বিল্লাহ জানান, ইসলামী আন্দোলন পবিত্র কুরআন ও হাদিসের নীতি আদর্শ অনুসরণ করে রাজনীতি করে। তিনি বলেন, নবী ও খোলাফায়ে রাশেদার দেখানো আদর্শ অনুযায়ী সুখী, সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে ইসলামী আন্দোলন বদ্ধপরিকর।

উক্ত সভায় আলহাজ্ব মোঃ কবির হোসেনকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এবং এইচ এম মিরাজুল ইসলামকে সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email