‘ফ্যাসিস্টের দোসররা সরকারি সেক্টরে বসে ষড়যন্ত্র চালাচ্ছে’
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো সরকারি বিভিন্ন সেক্টরে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। তাই অন্তর্বতীকালীন সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে তারা খুব শীঘ্রই পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেয়।’
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাড়ে ৯টায় ফতুল্লার পঞ্চবটি এলাকার দলীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শাহাদাৎ হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, ‘পীর সাহেব চরমোনাই অনেক আগেই বলে গেছেন ইসলামী শ্রমনীতি ব্যাতিত শ্রমিকের ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়। কাজেই পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে আসন্ন নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমেই শ্রমিকদের শতভাগ দাবি আদায় করা সম্ভব।’
প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা সভাপতি ওমর ফারুক বক্তব্যে বলেন, ‘৫ই আগস্ট ছাত্র—জনতার গণভ্যুথান পরবর্তী আমরা লক্ষ্য করছি যে নব্য এক গোষ্ঠী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও মাদক ব্যবসায় শুরু করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন অথচ জনগণের কোনো কল্যাণমূলক কর্মকান্ডে নাই, তাদেরকেও আসন্ন নির্বাচনে বাংলাদেশের জনগণ বয়কট করবে।’
বিশেষ অতিথির বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘বিগত দিনে আমরা দেখেছি বিগত দিনে শ্রমিক সংগঠনের নামে শ্রমিক নেতারা একটি ব্যক্তি ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিল কিন্তু আগামী দিনে রক্তকে পানি করা এই শ্রমিকদের আর কথিত নেতাদের কর্তৃক ব্যক্তিস্বার্থ হাসিলের মাধ্যম বানাতে দেওয়া হবে না।’
এর আগে ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ ইমাম আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আনোয়ার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন সভাপতি এবং ফতুল্লা থানা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।