শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
Led03ধর্ম

ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে দেশ চাঁদাবাজদের দখলে চলে গেছে: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখা। আজ শুক্রবার বাদ জুমা শহরের ডিআইটি চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দুপুরে ফুটপাতে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করেছিলেন। এরপর সন্ধ্যায় তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এটি প্রমাণ করে, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ এখন সন্ত্রাসী চাঁদাবাজদের দখলে চলে গেছে।”

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “ফুটপাতে কারা চাঁদাবাজি করে, তা সবাই জানে। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। আমরা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।” তিনি অভিযোগ করেন, একের পর এক এমন হত্যাকাণ্ড ঘটলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এবং জনগণ আইনের শাসন পাচ্ছে না।

উস্কানিমূলক বক্তব্যের নিন্দা
ইসলামী আন্দোলনের নেতারা বলেন, একটি মহলের উর্ধ্বতন নেতাদের উস্কানিমূলক বক্তব্য দেশকে আরও অশান্ত করে তুলছে। তারা বলেন, “প্রকাশ্যে মানুষকে চাপাতি দিয়ে কেটে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এটা কোনো সভ্য মানুষের বক্তব্য হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি সুলতান মাহমুদ, নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

RSS
Follow by Email