শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
Led01রাজনীতি

ফেসবুকে বিএনপি নেতা এড. টিপুর হুঁশিয়ারি ‘প্রয়োজনে আবার রক্ত দিবে’

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই জাতীয় সনদে শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি ও বেসরকারি অফিসে টাঙানোর বিধান বিলুপ্তির প্রস্তাব অন্তর্ভুক্ত না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তিনি ঐকমত্য কমিশনের এই সিদ্ধান্তকে ‘শহীদদের রক্তের সাথে তথা এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে বেইমানী’ বলে মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শেখ মুজিবের ছবি সরকারী-বেসরকারী অফিসে টাঙানোর বিধান জুলাই সনদে রেখে ঐক্যমত কমিশন জুলাই-আগস্ট শহীদদের রক্তের সাথে তথা এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে বেইমানী করেছে। দেশবাসী তা মেনে নেবে না ও প্রয়োজন আবার রক্ত দিবে।”

এড. আবু আল ইউসুফ খান টিপুর এই বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

উল্লেখ্য, কেবল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এই নেতাই নন, কেন্দ্রীয়ভাবেও বিএনপি জুলাই সনদের এই দফায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, প্রায় সব রাজনৈতিক দলের সম্মতি থাকা সত্ত্বেও শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি-বেসরকারি অফিসে টাঙানোর বিধান [অনুচ্ছেদ ৪ (ক)] বিলুপ্ত করার বিষয়টি চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত করা হয়নি।

মির্জা ফখরুল এই ধরনের সংশোধনীকে ঐকমত্যের চেতনাকে প্রশ্নবিদ্ধ এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

RSS
Follow by Email