মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
Led03রাজনীতি

ফেসবুকে টিপু পৃথক বার্তা ‘কোন সাহসে ত্যাগীদের বিরুদ্ধে মনোনয়ন চায়?’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভেতরে এখন চরম আলোচনার কেন্দ্রবিন্দু। দলের অভ্যন্তরে থাকা নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচারকারীদের হুঁশিয়ারি দিয়ে, ফেসবুকে পৃথক দুটি ‘অগ্নিঝরা’ বার্তা দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তার এই কঠোর সতর্কবার্তায় দলের মনোনয়ন প্রত্যাশী এবং আন্দোলন-সংগ্রামে অনুপস্থিত থাকা নেতাদের নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠে এসেছে।

ফেসবুকে দেওয়া টিপু’র স্ট্যাটাস দুটি নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। তিনি মূলত বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় থেকে এখন মনোনয়ন প্রত্যাশী হওয়া নেতাদের কঠোর সমালোচনা করেছেন।

অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া চাঞ্চল্য সৃষ্টিকারী স্ট্যাটাস দুটি হুবহু নিচে তুলে ধরা হলো:

ফেসবুকে তিনি লিখেন “বিএনপি’র নির্যাতিত ও ত্যাগী এবং ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের উপর যারা ইনজার্স্টিস করবে, রাব্বুল আলামীন তাদের প্রতিও ইনজার্স্টিস করবেন। অতএব সাধু সাবধান!”

পৃথক আরেকটি পোস্টে তিনি বলেন “যারা বিগত ১৬বছর ফ্যাসিস্ট আ.লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম রাজপথে করতে সাহস পায় নাই,তারা এখন কোন সাহসে ত্যাগীদের বিরুদ্ধে মনোনয়ন চায়? আর তারা এমপি হলে তো দল ও দলের ত্যাগী নেতাকর্মীদের ধ্বংস করে ফেলবে এবং নিজের স্বার্থে এমপিগিরি ব্যবহার করবে।”

RSS
Follow by Email