বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
Led04রাজনীতি

ফেসবুকে আইনজীবী অ্যাডভোকেট শিপলু ‘জনসভার অ্যাজেন্ডা শুধু গীবত’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে সম্প্রতি কিছু নেতার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আইনজীবী অ্যাডভোকেট শিপলু সামাজিক যোগাযোগ মাধ্যমে তীর্যক স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি কঠোর ভাষায় সমালোচনা করেছেন সেই নেতাদের, যাদের জনসভার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে ‘ব্যক্তিগত সমালোচনা’-বলে উল্লেখ করা হয়।

মাসুদুজ্জামান মাসুদের সমর্থনে দেওয়া অ্যাডভোকেট শিপলুর সেই স্ট্যাটাসটি ছিল এমন-

“নির্বাচনের কোনো অ্যাজেন্ডা নাই, ভোটারের কাছে কোনো কমিটমেন্ট নাই। জনসভাই করে গীবত গাওয়ার জন্য। এমন রাজনীতিকের কাছে গণমুখী কিছু আশা করা অবান্তর।”

তিনি আরও কঠোর মন্তব্য করে প্রশ্ন তোলেন, “আপনাদের কাছেতো রাজনীতিবিদরাই নিরাপদ না মানুষ নিরাপত্তা পাবে কীভাবে।”

যদিও অ্যাডভোকেট শিপলু তার স্ট্যাটাসে সমালোচিত নেতাদের নাম উল্লেখ করেননি, তবে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে স্পষ্ট যে, এই স্ট্যাটাসটি মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের পাল্টা জবাব। অনেকেই মনে করছেন, এই ফেসবুক পোস্টটি দলের মধ্যে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

RSS
Follow by Email