সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েবন্দরশিক্ষা

বন্দরে শিক্ষার্থীদের রং তুলিতে সাঈদ-মুগ্ধ-ফেলানী

লাইভ নারায়ণগঞ্জ: ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ফেলানীর ছবি প্রতিবাদস্বরূপ বন্দরে গ্রাফিতিতে চিত্রশিল্পীদের চিত্রে শোভা পাচ্ছে। মঙ্গলবার (২০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা তাদের গ্রাফিতি কার্যক্রম অব্যাহত রেখেছে।

তবে ফেলানীর চিত্র দেখে জনমনে নতুন করে আলোচনার সৃষ্টি করছে। দীর্ঘ দিন পরে হলেও বাঙালী প্রতিবাদ করতে শিখেছে। এ প্রসঙ্গে আলাপকালে নারায়ণগঞ্জ কলেজের ছাত্র শাওন জানান, যে কোন অন্যায়ের প্রতিবাদ করা উচিত। একটা ছোট অপরাধ প্রশ্রয় পেলে আরেকটা বড় অপরাধ জন্ম নেয়। কাজেই দেশে যেন আর অন্যায় অবিচার না হয় সেটার আগাম বার্তা হিসেবে দেয়ালে গ্রাফিতিকে প্রতিবাদ হিসেবে বেছে নেয়া হয়েছে। এসব কাজের জন্য কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এটা চলছে চলবে। যেখানেই অন্যায়-অপরাধ হবে সেখানেই ছাত্রদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

RSS
Follow by Email