রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02পরিবহন

ফের শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার সিদ্ধান্ত, মনিটরিং হবে সকাল থেকে

# জেলা প্রশাসককে সাধুবাদ জানাই: মুনা

লাইভ নারায়ণগঞ্জ: হরতালের মুখে বাস ভাড়া কমানোর দাবি মেনে নিয়ে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া কমিয়ে ৫০ টাকায় করা হয়েছে। একই ভাবে শিক্ষার্থীদের হাফ পাশ ভাড়া নিশ্চিত করেন জেলা প্রশাসন ও বাস মালিকরা। সোমবার থেকে যাত্রীভাড়া কার্যকর হলেও শিক্ষার্থীদের হাফ পাশ বা অর্ধেক ভাড়া কার্যকর হয়নি। ক্ষোভ প্রকাশ করে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে একটি সংবাদ সম্মেলনে করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আল্টিমেটাম দেন। বলেন ‘আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের হাফ পাশ কার্যকর না করা হলে আন্দোলনে নামা হবে।’

তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের আল্টিমেটাম জেলা প্রশাসন আমলে নিয়ে, বাস মালিকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা।

তিনি বলেন, আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন তারা বাস মালিকদের সাথে কথা বলেছেন অর্ধেক ভাড়ার বিষয়ে। আমরা জেলা প্রশাসনের তাদের সাথে এই আলাপে সাধুবাদ জানাই। আমাদের যাতে হাফ পাশ নিশ্চিত হয়। কোন ধরণের জটিলতা তৈরী না হয়। ছাত্র এবং শ্রমিকের মধ্যে যাতে কোন জটিলতা তৈরী না হয় সেটা মনিটরিংয়ের জন্য আমরা সকাল থেকে থাকবো।

RSS
Follow by Email