ফের ব্যানার-ফেষ্টুন ও পোষ্টারে ছবি ব্যবহারে কেন্দ্রীয় যুবদলের নোটিশ
লাইভ নারায়ণগঞ্জ: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যতিত অন্য কোন ছবি ব্যানার, ফেষ্টুন, পোষ্টার সহ কোন প্রচারনায় ব্যবহার না করার ফের নির্দেশনা দিলো কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল। রবিবার (৮ অক্টোবর) যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এর নির্দেশ ক্রমে নোটিশ জারি।
নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে গোচরীভূত হচ্ছে যে, দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের অধিনায়ক দেশনায়ক তারেক রহমান এর ছবি ব্যতিত অন্য কোন ছবি ব্যানার, ফেষ্টুন, পোষ্টার সহ কোন প্রচারনায় ব্যবহার না করার নির্দেশনা থাকা সত্ত্বেও কেউ কেউ বিষয়টি অগ্রাহ্য করছেন, যাহা সংগঠন বিরোধী একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীদের পুনরায় সতর্ক করা হল, এর পরেও যদি কেউ কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করেন তাকে কঠিন সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে।