শুক্রবার, আগস্ট ১, ২০২৫
Led04রাজনীতি

ফেরদাউসুর রহমানকে মনোনয়ন দেওয়ায় কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে মাওলানা ফেরদাউসুর রহমানকে খেজুর গাছ প্রতীকে মনোনয়ন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ সদর থানা কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সদর থানা জমিয়েত ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বর্তমান সময়ে যখন রাজনীতিতে আদর্শ ও নৈতিকতা হারিয়ে যেতে বসেছে, তখন ফেরদাউসুর রহমানের মতো একজন আলেমের রাজনীতিতে অংশগ্রহণ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তনের আশা জাগায়। আমরা বিশ্বাস করি, জনগণ তাঁকে খেজুর গাছ মার্কায় বিজয়ী করে সংসদে পাঠাবে এবং ইসলামী মূল্যবোধ ও জনগণের কল্যাণে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।’

RSS
Follow by Email