শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বন্দর

ফুল চাষীদের নিয়ে এনজিও সংস্থা আশার দিনব্যাপী কর্মসূচি

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: উন্নত ফুল চাষ ও অধিক উৎপাদনের লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বন্দর উপজেলা মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বন্দর ও সোনারগাঁও উপজেলার ফুল চাষীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করেন এনজিও সংস্থা আশা। নারায়ণগঞ্জ জেলা আশার সিনিয়র ডিএম মোঃ শাহজাহান আলী বিশ্বাসের সভাপতিতে এ দিন ব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে ফুলের প্রকারভেদ অনুযায়ী গাদা, জারবেরা, গ্লাডিওলাস সহ বিভিন্ন ফুলের পরিচর্যাসহ রোগ নিরাময়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ফারহানা সুলতানা ও বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার। উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা আশা নবীগঞ্জ অঞ্চলের আর এম মোহাম্মদ জসীমউদ্দীন ফরাজি, ব্রাঞ্চ ম্যানেজার নূর মোহাম্মদ নিলয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আশা সিনিয়র কর্মকর্তা আশিকুর রহমান। বন্দর ও সোনারগাঁও উপজেলা থেকে প্রায় অর্ধশতাধীক ফুলচাশী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

RSS
Follow by Email