সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েসদর

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। শুক্রবার (১৫ মার্চ) বাদ জু‘মা শহরের চাষাঢ়া নুর মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

এসময় এবিএম সিরাজুল মামুন বলেন, রমজানের এই পবিত্র মাসেও ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলী সন্ত্রাসীরা গণহত্যা চালিয়ে যাচ্ছে। মসজিদ সহ কোথাও তাদের জীবন এখন নিরাপদ নয়। সারাবিশ্বে মানবাধিকারের বুলি আওড়ানো দেশগুলোও এখন গাজার মুসলমানদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এহেন মুহুর্তে বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনীদের পাশে দাঁড়াতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোজাদার শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে দোষীদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৯২% মুসলমানের দেশে এটা কখনোই মেনে নেওয়া হবে না। নিত্যপণ্যের দাম কমানো, বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের নিরাপদে ইবাদতের পরিবেশ করে দেওয়া, দেশে ইসরায়েলী সকল পণ্য আমদানি নিষিদ্ধ সহ কিছু দাবি করেন সংগঠনের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম, মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, নুর মোহাম্মদ খান, খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি মাইদুল ইসলাম, জেলা সভাপতি ডাঃ মোতাহার হুসাইন , ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, জেলা সভাপতি তৌফিক বিন হারিছ প্রমুখ।

মিছিলটি চাষাঢ়া নুর মসজিদের সামনে থেকে শুরু হয়ে চাষাঢ়া চত্বর ঘুরে ঐতিহাসিক ডিআইটি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

RSS
Follow by Email