বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
Led03সদর

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাবে সাংস্কৃতিক জোট

লাইভ নারায়ণগঞ্জ: ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সেখানে গান গেয়ে ও আলোচনার মাধ্যমে সেদেশের সহিংসতা বিষয় গুলো ফিুটিয়ে তুলা হবে।

আগামী শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশ, গান ও আলোচনা অনুষ্ঠিত হবে।

সংগঠনের প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্য বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনিরা নিজেদের হারানো ভূখণ্ড ফিরে পেতে লড়াই করছে প্রায় আট দশক ধরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ড দখল দেয় সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশহীন ইসরায়েলি জায়নবাদীদের। ইসরায়েলিরা সারা বিশ্বে থেকে এসে ক্রমান্বয়ে দখল করে নিতে থাকে ফিলিস্তিনিদের ভূখণ্ড। ফিলিস্তিনিরা হতে থাকে বাস্তুচ্যুত-গৃহহীন। আজ ফিলিস্তিনিদের ৯০ শতাংশ ভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। নীতি-নৈতিকতাহীন ভাবে জায়নবাদী ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। নিজভূমে পরবাসী হয়ে দেশ ফিরে পেতে যুগের পর যুগ ধরে লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত এ লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের এ কর্মসূচি।

RSS
Follow by Email