ফায়ার সার্ভিসের ৫ ঘণ্টার চেষ্টায় নিভলো রাসেল মাহমুদ স্পিনিং মিলের আগুন
লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার পূর্ব লক্ষণখোলা এলাকায় অবস্থিত রাসেল মাহমুদ রোটার স্পিনিং মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮টায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে দীর্ঘ পাঁচ ঘণ্টা প্রাণান্তকর চেষ্টা চালাতে হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে দুপুর ১টায়।
নারায়ণগঞ্জ জোন-২ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি সন্ধ্যায় লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিলটিতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করেন। প্রথমে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও একটি ইউনিট এসে তাদের সঙ্গে যোগ দেয়। মোট চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় পাঁচ ঘণ্টার নিরলস পর আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে কারখানার বিপুল পরিমাণ তুলা, ঝুট, পিএফএস তুলা, রোটার মেশিন এবং রিসাইকেলিং মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত নিরূপণে তদন্ত চলছে।