ফাইনালি ভাবে পিআর পদ্ধতি রাখার দাবি জানাই: জব্বার
স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: দেশের সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারা আর কোনো ভোট ডাকাতি দেখতে চায় না। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে অবিলম্বে পিআর পদ্ধতি রাখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। ৫-দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম’আ নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরুর আগে সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
মাওলানা আবদুল জব্বার বলেন, “দেশের সিংহ ভাগ মানুষ যেখানে পিআর পদ্ধতি চায়, আশা করি নির্বাচন কমিশন আমলে নিয়ে অনতিবিলম্বে যখন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে, তখন ফাইনালি ভাবে পিআর পদ্ধতি রাখতে হবে।”
তিনি লেভেল প্লেয়িং ফিল্ডের গুরুত্ব তুলে ধরে হুঁশিয়ারি দেন যে, “আগের মতো যদি ভোট ডাকাতি হয়ে যায়, আগের মতো যদি সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা হয়, এটি বাংলাদেশের আর কেউ মেনে নেবে না।”
এছাড়াও তিনি পার্শ্ববর্তী দেশের দিকে ইঙ্গিত করে বলেন, “যারা সংস্কার ছাড়া নির্বাচন জিকির করছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা হচ্ছে, যেনতেনো করে বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে আবার একটি দলকে নির্বাচিত করে স্বৈরাচারী করে গড়ে তোলা। এটা বাংলাদেশের সাধারণ মানুষ আর মেনে নেবে না।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।