বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03আড়াইহাজারজেলাজুড়ে

ফাঁকা বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, ৫দিন পর মামলা

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক শিশু (১২)কে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ জুন) শিশুর পিতা বাদি হয়ে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের করেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ।

অভিযুক্ত যুবকের নাম সাব্বির (২০)। সে আড়াইহাজার উপজেলার গোপালদী ইসলামপুর এলাকার লিটন মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ১৯ জুন ভুক্তভোগীর দাদা হৃদরোগে আক্রান্ত হলে তাকে পরিবারের সবাই দ্রুত ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। যাবার সময় ১২ বছর মেয়ে ভুক্তভোগী ও ৯ বছরের ছোট ছেলেকে বাসায় রেখে যান। ২০ জুন রাত ১ টায় অভিযুক্ত প্রতিবেশী হওয়ায় সে বাড়ির সামনে এসে ডাকাডাকি করলে ভুক্তভোগী এসে দরজা খুললে তাকে অভিযুক্তের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে না বললে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার আগেও মাদ্রাসায় যাতায়াতের সময় সে ভুক্তভোগীকে উত্যক্ত করত।

এদিকে, অসুস্থ দাদার মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়লে পরবর্তীতে এ ঘটনা সবাইকে জানায় ভুক্তভোগী। একটা শোকাহত সময়ে মানুষের অসহায় সময়ের সু্যোগ নিয়ে এ ধরনের অপরাধীর সর্বোচ্চ শাস্তি চায় মামলার বদি।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় আমরা মামলা গ্রহণ করেছি। শিশুকে উদ্ধার করে আমরা মেডিক্যাল করানোর জন্য হাসপাতালে প্রেরণ করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

RSS
Follow by Email