সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
Led04রাজনীতি

ফরিদা পারভীনের মৃত্যুতে জাসাস নেতা সানির শোক

লাইভ নারায়ণগঞ্জ: একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি। তিনি বলেছেন, এই শিল্পীর প্রয়াণে দেশের সঙ্গীতজগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, “দেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের ইহকাল ত্যাগে সঙ্গীতজগতে এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের কিংবদন্তিতুল্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে তার গানের মূর্ছনায় সঙ্গীতপ্রেমী মানুষকে আপ্লুত করেছেন।”

তিনি আরও বলেন, ফরিদা পারভীনের কণ্ঠে গাওয়া গানগুলো দীর্ঘকাল ধরে মানুষকে মুগ্ধ করবে। লালনগীতি ছাড়াও তার শিল্পী জীবনে তিনি বিভিন্ন ধরনের গান গেয়ে অগণিত মানুষের ভালোবাসা লাভ করেছেন। তার মৃত্যুতে লোকসঙ্গীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।

শোকবার্তায় আনিসুল ইসলাম সানি ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

RSS
Follow by Email