ফতুল্লা স্টেডিয়ামের করুণ দশা দেখে বিসিবি সভাপতির আক্ষেপ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বেহাল দশা দেখে দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিসিবি সভাপতি বলেন, “এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়াম দেখে এসেছি। আমার কান্না পাচ্ছিল, কী করুণ অবস্থা! এখানে শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল। অথচ সেই মাঠের অবস্থা এখন অত্যন্ত করুণ। আমার মনে হয়, এখানে অনেক কিছু করার আছে।”
তিনি নারায়ণগঞ্জে ক্রিকেটের উন্নয়নের সম্ভাবনা তুলে ধরে বলেন, এখানকার ছেলে জিসান সম্প্রতি টপ-২০ তে অর্ধশতক করেছে, কিন্তু তার অনুশীলনের সুযোগ-সুবিধা খুবই সীমিত। তিনি বলেন, “এখানে তিনটি উইকেট আছে, আমরা অন্তত ২০টি উইকেট তৈরি করব। মাঠকে ১২ মাস খেলার উপযোগী করব এবং খেলোয়াড়দের জন্য সুবিধা বৃদ্ধি করব।” তিনি আরও জানান, এক থেকে দেড় বছরের মধ্যে নারায়ণগঞ্জকে এমনভাবে স্বাবলম্বী করতে চান, যাতে খেলোয়াড়দের অনুশীলনের জন্য আর ঢাকায় যেতে না হয়।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, নারায়ণগঞ্জ একটি সম্ভাবনাময় শহর, যেখানে ক্রিকেটের ইতিহাস তৈরি হয়। তিনি এখানে একটি হাই পারফর্মিং সেন্টার গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ইনডোর স্টেডিয়াম ও আউটডোর সুবিধা উন্নত করতে পারলে সহজেই এখানে হাই পারফর্মিং সেন্টার চালু করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, সিসিডিএমের সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।