মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
ফতুল্লা

ফতুল্লা প্রেসক্লাবের বিজয় র‍্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ফতুল্লা থানা গেইটে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান,  ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, , সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সহ-সভাপতি সেলিম মুন্সী, পিয়ার চাঁন, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক সেলিম হেসেন,সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, রাকিব চৌধুরী শিশির, সোহেল রানা, পম আজিজ,নাজমুল হাসান,মাসুদ আলী,রাসেল, সাজিদ মোঃ রাওনাফ সহ  প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের আহ্বান জানিয়ে নানা স্লোগান ও প্ল্যাকার্ড বহন করা হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

RSS
Follow by Email