মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
ফতুল্লা

ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকালে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু, দাপা তুফানী প্রধান জামে মসজিদের সাবেক খতীব মুফতী ওসমান গণি।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, পিয়ার চাঁন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা ব্লাড ডোনার্সের সভাপতি আশরাফুল ইসলাম তৌকির, সাধারণ সম্পাদক এসএম সানি সহ ফতুল্লা প্রেসক্লাব, ফতুল্লা রিপোর্টার্স ক্লাব, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি, ফতুল্লা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় একটি বিক্ষোভ মিছিল বের করে ফতুল্লার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ফতুল্লা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

RSS
Follow by Email