ফতুল্লা থেকে ৯ম শ্রেনীর ছাত্রী অপহরণ, রংপুর থেকে উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থেকে অপহরণ হওয়া নবম শ্রেনীর ছাত্রীকে রংপুর থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তারা। এর আগে শনিবার রংপুরের বদরগঞ্জ থানার বিচারপতির মোড় এলাকার মাছুয়া পট্টি মহল্লায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, গত ৬ অক্টোবর দুপুর ফতুল্লায় পঞ্চবটি মোড় এলাকায় স্কুল থেকে বাসায় ফেরার পথে অপহরণ হয় রুমানা খান (১৪) (ছদ্মনাম) নামের এক ৯ম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ছাত্রীর বাবা রজব আলী বাধী হয়ে আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই নারায়ণগঞ্জ’কে তদন্তের নির্দেশ প্রদান করেন। তদন্তকালে জানা যায় এ মামলায় এজাহারনামীয় ১নং সোহেল রানা (২৪) আসামী ও তার সহযোগীরা রুমানা খান(১৪)’কে জোর পূর্বক অপহরণ করে প্রথমে ডিএমপি ঢাকা গাবতলী এলাকায় নিয়ে যায়। পরে একই রাতে বাসযোগে গাইবান্ধা জেলায় সোহেল রানার দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি নিয়ে যায়। সেখানে সোহেল রানা ভিকটিমকে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ভিকটিমকে সার্বক্ষণিক গৃহবন্দী ও নজরবন্দী করে রাখে। অতঃপর পিবিআই এর একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ২১ ডিসেম্বর রংপুরের বদরগঞ্জ থানার প্রত্যন্ত অঞ্চল বিচারপতির মোড় এলাকার মাছুয়া পট্টি মহল্লায় উদ্ধার অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৮ টায় ভিকটিম’কে ১নং আসামি মোহাম্মদ সোহেল রানা(২৪) এর ভাড়াকৃত বাসা হতে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।