সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
ফতুল্লা

ফতুল্লা থেকে শিশু ধর্ষণ মামলার পালাতক আসামী গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: ৯ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ মুন্নাকে ফতুল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৯ নভেম্বর) ফতুল্লা থানাধীন নরসিংপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৭ জুলাই সকাল সারে ৯টার সময় ৯ বছরের শিশু ভিকটিম আসামী মোঃ মুন্না’র বাড়িতে ফ্রিজ হতে মাংস আনতে গেলে আসামী শিশু ভিকটিমকে ঘর ঝাড়ু দিতে বলে। ভিকটিম ঘর ঝাড়ু দিতে থাকা অবস্থায় আসামী মোঃ মুন্না পিছন থেকে ৯ বছরের শিশু ভিকটিমের মুখ চেপে ধরে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে খাটের উপর শুয়ায়ে ভিকটিমের ইচ্ছা বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। শিশু ভিকটিমের মা আসামীর বাড়ি যেয়ে ভিকটিমকে ডাকা-ডাকি করলে আসামী ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email