রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
ফতুল্লা

ফতুল্লা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহেল মিয়াকে (৪০) ফতুল্লা থানাধীন ফাজিলপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২০ নভেম্বর) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত গত ১৯ নভেম্বর ফতুল্লা থানার মামলা নং-৭(১১)০৯, এর এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সোহেল মিয়াকে বর্ণিত ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারান্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষনার সময় উক্ত আসামী পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email