ফতুল্লা থেকে অপহৃত ২ ভাই বরিশালে উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় অপহরণের তিন দিন পর দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকা থেকে শিশুদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলেন ফতুল্লার পশ্চিম লামাপাড়ার বাসিন্দা আ. কাদিরের ছেলে নাঈম (৭) ও নাবিল (৩)।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৮ ডিসেম্বর দুপুরে পশ্চিম লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাধুলা করতে গিয়ে ঘরে ফিরেনি নাঈম ও নাবিল। পরে অজ্ঞাত ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে পিতা আ. কাদিরের কাছে শিশুদের ছেড়ে দিতে ৩ লাখ টাকা দাবি করা হয়। পরে থানায় লিখিতভাবে অভিযোগ জানালে পিবিআই বরিশাল থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
ভিকটিমদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অজ্ঞাতনামা মহিলা এবং পুরুষ আসামিরা ফতুল্লার লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে খেলাধুলা করার সময় কৌশলে ভিকটিমদ্বয়কে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে।