বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
ফতুল্লারাজনীতি

ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইসমাইল গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইসমাইল হোসেন খানকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে তাকে ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, ডিবি পুলিশ ইসমাইলকে গ্রেফতার করে রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে। গ্রেফতারকৃত যুবদল নেতা ফতুল্লা থানার দায়ের করা নাশকতা মামলার আসামী।

দলীয় সূত্র জানায়, গত কয়েক দিন পূর্বে ফতুল্লা থানা পুলিশের হাতে গ্রেফতার হয় ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ। আহবায়কের পদ শূন্য হয়ে পরলে দুই দিন পূর্বে বুধবার ইসমাইল খান কে যুবদলের ভারপ্রাপ্ত আহাবায়ক করা হয়।

RSS
Follow by Email