শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

ফতুল্লা থানার বিএনপি নেতা রয়েল চৌধুরী আর নেই

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা বিএনপির সহসাধারণ সম্পাদক রয়েল চৌধুরী (৪৮) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে কলকাতার পিজি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

রয়েল চৌধুরী গত ১২ ডিসেম্বর স্ত্রী অনিকা চৌধুরীকে নিয়ে চিকিৎসার জন্য কলকাতা যান। বৃহস্পতিবার চিকিৎসকের সঙ্গে তার সাক্ষাত করার কথা ছিল। রয়েল চৌধুরী ফতুল্লা চৌধুরী বাড়ীর মৃত আলামিন চৌধুরীর পুত্র। তার মৃত্যুতে ফতুল্লার বন্ধু মহল, রাজনৈতিক অঙ্গন সহ সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

RSS
Follow by Email